Editor Panel
- ১১ নভেম্বর, ২০২৫ / ৬ Time View
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও ছেলেদের বিজয়-২৪ হলে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় নারী শিক্ষার্থীদের আবাসিক হলের প্রভোস্টদের কাছে ফিল্টার হস্তান্তর করেন সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় উপস্থিত ছিলেন শাখার অন্যান্য নেতারা।
শিবির সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘মেয়েদের আবাসিক হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা।
আমরা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যর কথা চিন্তা করে আবাসিক হলে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এই পানির ফিল্টার স্থাপন করেছি। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও মানসম্মত পানি পান করতে পারে সেটিই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখব।
ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, ‘শুধু পানির ফিল্টার না, এর আগেও ছাত্রশিবির আমাদেরকে ‘ফার্স্ট এইড বক্স’ দিয়েছে। তাদের পাশাপাশি ছাত্রীসংস্থাও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। পানির ফিল্টার শিক্ষার্থীদের জন্য খুব বেশি প্রয়োজন ছিলো। এরকম ভালো কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক সেই প্রত্যাশা করছি।