মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ ৭ বনদস্যু আটক

সুন্দরবনে নতুন করে দাঁপিয়ে বেড়ানো হান্নান বাহিনীর প্রধানসহ ৭ বনদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বাগেরহাটের রামপাল উপজেলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ তার ৫ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের আরও এক সহযোগীকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়।

জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে। 

আটককৃত বনদস্যুরা হলেন হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো, রেজাউল শেখ (৫৩), শেখ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। আটককৃতদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, বনদস্যু হান্নান বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

দস্যুবাহিনী থেকে তাদের সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হতো বলে আটককৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024