রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সার্বিক পরিস্থিতিতে দ্বিমতপোষণ করেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথে এসেছে বিএনপি। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি বিষয়ে আলোচনা ও দাবি-দাওয়া তোলা হচ্ছে।
তিনি বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী সংসদে কি পাস হবে সেটার সিদ্ধান্ত নেবে সংসদের প্রতিনিধিরা। একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চায়। শেখ হাসিনা বিদায়ের পরেও অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে।
যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন তিনি।