শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে আসা মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। সাম্প্রতিক সমালোচনা ও মন্তব্যের জবাবে তিনি লেখেন, সব ভালোবাসা, অভিমান, এমনকি রাগকেও তিনি গ্রহণ করছেন কৃতজ্ঞচিত্তে।
মীর স্নিগ্ধ লিখেছেন, “গত কয়েকদিন ধরে আমি আপনাদের অনেক কমেন্ট পড়ছি, একটাও বাদ দেইনি। অনেকে ভালোবাসা দিয়েছেন প্রাণ উজাড় করে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাহস জুগিয়েছেন। আবার অনেকে রাগ করেছেন, বলেছেন আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’, কেউ বলেছেন ‘ক্ষমতার লোভী’। কিন্তু সত্যি বলি, এতে আমার একটুও রাগ হয়নি। বরং মনে হয়েছে, এই রাগও আসলে ভালোবাসা।”
তিনি আরও লিখেছেন, “আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি ছিলাম আপনাদের মতোই সাধারণ এক ছেলে। কিন্তু জুলাইয়ের সেই দিনটা—সেই একটি গুলি আমার পুরো জীবন পাল্টে দিয়েছে।”
স্নিগ্ধ বলেন, “আমার উদ্দেশ্য রাজনীতি নয়, পরিবর্তন আনা। বিচার পেতে হলে, সিস্টেম বদলাতে হলে, সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি হয়।”
নিজেকে অভিজ্ঞ নয় বলে স্বীকার করে তিনি লেখেন, “আমি ভুল করব, হোঁচট খাব—কারণ আমি রক্ত-মাংসের মানুষ। কিন্তু আমি দিচ্ছি কথা, আপনারা যেভাবে এখন আমাকে শাসন করছেন, গালি দিচ্ছেন—এভাবেই আমায় ঠিক পথে রাখবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে ঘৃণা করছেন—দু’পক্ষই আসলে একই জিনিস চান, মুগ্ধর আত্মত্যাগ যেন বৃথা না যায়।”
স্ট্যাটাসের শেষভাগে মীর স্নিগ্ধ লেখেন, “আমি থাকব—সব গালি সহ্য করে, সব অপমান মেনে নিয়ে। কারণ আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে—হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাঈদ, হেরে যাবে জুলাই।”
তার এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মীর স্নিগ্ধর খোলামেলা ও সাহসী বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।