শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক চলাকালেই এই সংঘর্ষের খবর পাওয়া যায়।এদিনের বৈঠকটি গত ১৯ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময়ের সংঘর্ষে উভয় দেশের সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।
এদিকে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সীমান্ত নিরাপত্তা। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান তালেবান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে।