বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা উত্তর সিটিতে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,০৩৪ জন রোগীর মধ্যে—বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন।
একই সময়ে সারা দেশে ৯০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৩৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০৮ জন।