Editor Panel
- ৫ নভেম্বর, ২০২৫ / ৫ Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগে ছয়টি ঝুট গোডাউন পুড়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ এলাকার বাবুর্চি মোড়ে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ এলাকার বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।তিনি বলেন, একপর্যায়ে তাদের প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরাপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।