বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

আগামী নির্বাচনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তারা তিনটা নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন; হাতছাড়া করলেন কেন? তারা যে নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করেন না; সেটা যদি তাদেরকে উপহার দেন তা তাদের উপর জুলুম হবে না?

নির্বাচনী জোট গঠন নিয়ে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। আমরা নির্বাচনের সমঝোতা করবো। প্রত্যেকটি জায়গায় একটি বাক্স হবে; সেই নীতিতেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে শুধু ইসলামী দল নয়, তাদের পাশাপাশি দেশ প্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।

এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই—গণভোট আগে হোক জুলাই সনদও তার আইনি বাস্তবতা খুঁজে পাক।

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান। কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে রয়েছেন। জানা গেছে, সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025