মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

২৭ নভেম্বরেই জকসু নির্বাচন চায় শিবির, স্মারকলিপি প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের জন্য জকসুর প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে শাখা ইসলামি ছাত্রশিবির।

সোমবার বিকেলে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে।

কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণের অপচেষ্টা।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে, এরপর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তীতে শীতকালীন ছুটি থাকায় ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব হবে না। ’

এ সময় সংগঠনটি নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বর ২০২৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই বলে দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025