মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণা করেনি: সুজন

জুলাই বিপ্লবের পর বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় গঠিত হওয়া জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্যের পর সুজন সম্পাদক এমন মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের ভোট হবে। এর কোনো বিকল্প নেই।

সম্প্রীতি জুলাই সনদ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত্য কমিশন। তাদের দাবি, কমিশন জনগণের সঙ্গে, দলগুলোর সঙ্গে প্রতারণা করছে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংস্কার প্রস্তাবের আলোচনার পর ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025