মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জের চরাঞ্চলে বিএনপির দু’গ্রুপের বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে। নিহত তুহিনের চাচা মৃত স্বপন মেম্বার ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

মোল্লাকান্দিতে বিএনপি নেতা আওলাদ মোল্লা ও উজির আলী এবং অপর গ্রুপের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে তুহিনকে গুলি করে হত্যা করা হয়। আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন নিহত তুহিন।

স্থানীয়রা জানান, গত বছরের ০৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকা ছাড়া ছিল তুহিন ও তাদের লোকজন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লা সমর্থকদের সঙ্গে বিরোধ হয়। এ ঘটনার জেরে রোববার তুহিনকে গুলি করে হত্যা করা হয়।

নিহত তুহিনের চাচাতো ভাই আকাশ দেওয়ান বলেন, গত ২–৩ দিন আগে মোল্লাকান্দির ত্রাস, কয়েকটি মামলার আসামি উজির আলী গ্রুপের বাবু কাজীকে পুলিশ গ্রেপ্তার করে। বাবুকে গ্রেপ্তারের পর উজির আলী ও তার লোকজন নানা হুমকি দিয়ে আসছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ চলে গেলে মুন্সিকান্দি ক্লিনিকের সামনে তুহিনকে লক্ষ্য করে উজির আলী গ্রুপের লিটনের নেতৃত্বে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, রাত সাড়ে ১০টার দিকে তুহিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির বলেন, ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025