সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

৩০০ আসনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কিছু আসনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সহায়তা করেছে, তারাও মনোনয়ন পেতে পারেন। সেই ক্ষেত্রে বিএনপি সমর্থিত কেউ মনোনয়ন নাও পেতে পারেন।

রোববার (২ নভেম্বর) প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপির দলীয় কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।

জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা স্বাভাবিক। এটি দলের গৌরব ও সম্মানের বিষয়।

তিনি আরও বলেন, একাধিক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি আসনে সবার মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকা ভিন্ন দলের নেতাদেরও সমর্থন দেওয়া হবে। এ কারণে কিছু আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন বঞ্চিত হতে পারেন। বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, নতুন নতুন নিয়মের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথ কঠিন করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র চলছে।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দিন যত যাচ্ছে সরকার ততটাই উদাসীন হয়ে পড়ছে। রাষ্ট্র কখনো নারীর নিরাপত্তায় উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে যথাসময়ে নির্বাচন হবে কি-না তা নিয়ে জনগণের মাঝে সংশয় রয়েছে। বিএনপি সরকারে এলে প্রবাসীদের ভোট প্রদান সহজ করা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাহসিকতার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025