Editor Panel
-    ৩১ অক্টোবর, ২০২৫   /    ৮   Time View  
 
 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকে দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। কৌশলগত প্রতিরক্ষা উন্নয়নের মধ্যে সমন্বয়কে আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রবীণ কমান্ডার হিসেবে জেনারেল ওয়াহিদি গত চার দশকে সামরিক ও সরকারি উভয় ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কুদস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করার পর, পরে প্রতিরক্ষা ও সরবরাহ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পদেও নিযুক্ত ছিলেন।এছাড়াও, ওয়াহিদি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিশনগুলোতে সভাপতিত্ব করেছেন এবং স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রতিরক্ষা-নিরাপত্তা কমিশনের প্রধান হিসেবে অবদান রেখেছেন। ওয়াহিদি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কৌশলগত গবেষণায় উন্নত ডিগ্রি অর্জন করেছেন।