বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ আট দল

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আজ সিইসির সাথে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি। নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।

জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়। গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে।বৃহস্পতিবার নির্বাচন ভবনে স্মারকলিপি দিয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।আব্দুল হালিম বলেন, সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে।
আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে।
সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে উনাদের ভূমিকার কথা বলেছেন।জামায়াতের এই নেতা বলেন, যারা জুলাই চেতনার পরিপন্থী কাজে থাকবে, তারা ইনশাল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
আলাদা আলাদা আটটি দল স্মারকলিপি দিয়েছে। দাবি তিনটি। নভেম্বরে গণভোট। সংসদের আরপিও সরকার ঘোষিত সেটি বহাল রাখতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025