বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ডারউইনে ট্রাক ও গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে,বাংলাদেশী ছাত্র নাসিম বাহাদুর নিহত

অস্ট্রেলিয়ার ডারউইনে ট্রাক ও গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ডারউইনে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র নাসিম বাহাদুর মারা গেছেন, নাসিমের বয়স প্রায় ২৭ বছর এবং তিনি সিআইএম-এ মাস্টার্স অফ আইটির ছাত্র ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় আসেন এবং তার বন্ধুদের সাথে ডুরাক হাইটসে থাকতেন।

হাইওয়েতে বাইপাস পথে ডান পাশে যাচ্ছিলেন—একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে. আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমিন🤲

তার মরদেহ ডারউইন হাসপাতালে এখনো হস্তান্তর করা হয়নি প্রক্রিয়া শেষে হস্তান্তরিত হবে

হাইওয়েতে সব সময় ১০০ উপরে স্পিড হয়ে থাকে,এই স্পিডে গাড়ি সহজে কন্ট্রোল করতে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যারা হাইওয়েতে গাড়ি চালাবেন সাবধানে চালাবেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025