বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

বাতিল হলো ১২৮ জুলাই যোদ্ধার গেজেট

মিথ্যা তথ্যা ও বিভিন্ন অসঙ্গতির কারণে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের গেজেট বাতিল করা হয়।

এর আগে মিথ্যা তথ্যা ও অভিযোগের পর ১২৮ জনের গেজেটল বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল।  এ বিষয়ে কিছু দিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম আগের তালিকাগুলো যাচাই-বাছাই করা হচ্ছিল বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে।

এ অবস্থায় গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025