বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। তার সঙ্গে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি. সার্থক রায় এবং মিসেস ম্যাডোনা লিঞ্চ।
বৈঠকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। প্রতিনিধি দল জানায়, আগামী জাতীয় নির্বাচনে কমনওয়েলথ একটি পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করেছে।
বৈঠক শেষে উভয় পক্ষই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।