বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

সংস্কারের পর নির্বাচনের ব্যত্যয় হলে দায় এই সরকারের : মির্জা ফখরুল

প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যত্যয় হলে এর দায় ড. ইউনূস সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস সাহেব আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যতটুকু সংস্কার দরকার ততটুকু করে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন।

নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, তারা দেশের সংকট সমাধান করবে। সুতরাং এতে যদি কোনো ব্যত্যয় ঘটে বা এর থেকে বাইরে যান, তার দায়ভার পুরোপুরি আপনাকেই নিতে হবে।তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোটগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল।

কিন্তু অবাক বিষয়, যখন তারা প্রকাশ করলেন, সেই নোটগুলো উপেক্ষা করা হয়েছে। এটি ঐকমত্য হতে পারে না। ঐকমত্য কমিশন কেন করা হয়েছিল? ঐকমত্য কমিশন… আমি বলব, এটা জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।

নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে। দ্রুত সব দলের একমত ও দ্বিমত পোষণকৃত বিষয়গুলো নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সত্যিকার সংকটের সমাধান হলো গ্রহণযোগ্য নির্বাচন।মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারবিরোধী নয়। কিন্তু অনেকেই বিএনপিকে সংস্কারবিরোধী বানানোর অপচেষ্টা চালাচ্ছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির অবদান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025