মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
অনুসন্ধানে জানা যায়, নাফিসা কামাল ও তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান অরবিটালস ইন্টারন্যাশনাল ও কতিপয় সহযোগী সিন্ডিকেট সদস্য যথাক্রমে হাফিযুল বারী মোহাম্মদ লুৎফর রহমান, স্বত্ত্বাধিকারী- ইরভিং এন্টারপ্রাইজ, রফিকুল ইসলাম পাটোয়ারী, স্বত্ত্বাধিকারী- আমান এন্টারপ্রাইজ, জসিম উদ্দিন আহমেদ, স্বত্ত্বাধিকারী- আহাদ ইন্টারন্যাশনাল লি., আকতার হোসাইন, স্বত্ত্বাধিকারী- আক্তার রিক্রুটমেন্ট এজেন্সি, শিউলী বেগম, স্বত্ত্বাধিকারী- মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস (প্রা.) লি., কাউসার মৃধা, স্বত্ত্বাধিকারী- মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন ও মোহাম্মদ বশির, স্বত্ত্বাধিকারী- রাব্বি ইন্টারন্যাশনালগণ সংঘবদ্ধভাবে সরকার নির্ধারিত ফি এর বাইরে মোট ৩৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৬১০ টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায়।
অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে বিগত ২০২২ খ্রি. হতে ২০২৪ খ্রি. সময় পর্যন্ত সর্বমোট ৩১১১ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করে।