মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা চোখের জলে কালামের বিদায়, শোকস্তব্ধ পুরো গ্রাম ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের একাধিক রাজ্যে সতর্কবার্তা শপথ নিলেন রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক লগি-বৈঠার হত্যাযজ্ঞ দেশের গণতন্ত্র ধ্বংসের পথ উন্মুক্ত করেছিল: জামায়াত নেতা মা’ছুম এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি: সচিব

ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশেই ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিন (মঙ্গলবার)
মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এ সময় তাপমাত্রা আরও কিছুটা কমবে।তৃতীয় ও চতুর্থ দিন (বুধ ও বৃহস্পতিবার)
আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পঞ্চম দিন (শুক্রবার)
আগামী শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা হালকা থেকে মাঝারি থাকবে। কিছু এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025