মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, ঘূর্ণিঝড় মন্থার ব্যাপক কোনো প্রভাব রাজ্যে পড়বে না। কারণ এটি অন্ধপ্রদেশের দিকে চলে যাচ্ছে। তবে উত্তর চেন্নাই, তিরুভাল্লুর, রানিপেঠ, কাঞ্চীপুরমসহ রাজ্যটির বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসাথে উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের নির্দেশে রাজ্যের একাধিক পুকুর, খালগুলোকে সংস্করণ করা হয়েছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ওড়িশার গজপতি জেলায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। জেলাশাসক মধুমিতা জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। ইতিমধ্যেই ভূমিধস প্রবণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে। প্রশাসনের পক্ষে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার বিকালে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ বঙ্গের জেলা গুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় ধস ও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতাতেও মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে, সেই সাথে দমকা বাতাস বইবে।