সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের একাধিক রাজ্যে সতর্কবার্তা শপথ নিলেন রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক লগি-বৈঠার হত্যাযজ্ঞ দেশের গণতন্ত্র ধ্বংসের পথ উন্মুক্ত করেছিল: জামায়াত নেতা মা’ছুম এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি: সচিব আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসছেন সালাহউদ্দিন আহমদ ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে জামায়াতের কর্মসূচি দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী পাকিস্তান : অর্থ উপদেষ্টা গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সমাধান করতে হবে: মুজিবুর রহমান

দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী পাকিস্তান : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে।

সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। ওষুধ, পাট, কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে।

সবচেয়ে বেশি জোর দিচ্ছি পাট আমদানিতে।এদিকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025