সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা চোখের জলে কালামের বিদায়, শোকস্তব্ধ পুরো গ্রাম ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের একাধিক রাজ্যে সতর্কবার্তা শপথ নিলেন রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক লগি-বৈঠার হত্যাযজ্ঞ দেশের গণতন্ত্র ধ্বংসের পথ উন্মুক্ত করেছিল: জামায়াত নেতা মা’ছুম এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি: সচিব

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সমাধান করতে হবে: মুজিবুর রহমান

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সমাধান করে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নায়েবে আমির মুজিবুর রহমান।  তিনি বলেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয়, তারাই গণভোটকে ভয় পায়।

এজন্য তারা গণভোট আয়োজনে সরকারকে সহযোগিতার পরিবর্তে সংবিধানের দোহাই দিয়ে ভুল পথ দেখাচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগরীর দক্ষিণ এই সভার আয়োজন করে।জামায়াত নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা নানাভাবে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।

গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে আগামীতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে হবে।নির্বাচনের জনগণের মতের প্রতিফলন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এ পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সংঘর্ষ ও মনোনয়ন বাণিজ্য কমে আসবে বলেও মনে করেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025