সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার বিএনপি’র অযৌক্তিক আহ্বানে উদ্বেগ প্রকাশ নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা: রেল উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজনের নামে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন মেট্রোরেল চলাচল বন্ধ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াত নেতা হালিম

ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “এ সময় নানা পরাশক্তি ও গোয়েন্দা সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে অনেক বাধা আসতে পারে।

তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। ”গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “‘গণঅধিকার পরিষদ’ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ভিপি, নুর–এর ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। ”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025