শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাসস

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের সাম্প্রতিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন উভয়পক্ষ। এর মধ্যে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।

গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভা সফলভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এছাড়া দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠককে স্বাগত জানান তারা।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান যোগাযোগ পুনরায় চালুসহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশ অগ্রগতি অর্জন করেছে।

সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং একাধিক খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাকিস্তানি হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025