শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাসস
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের সাম্প্রতিক যোগাযোগ ও মন্ত্রী পর্যায়ের সফরের প্রশংসা করেন উভয়পক্ষ। এর মধ্যে গত আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান যোগাযোগ পুনরায় চালুসহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশ অগ্রগতি অর্জন করেছে।
সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং একাধিক খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।