শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) আবহাওয়া অফিসের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টি হতে পারে।

এর আগে গত ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ হয়ে দুর্বল হয়ে স্থলভাগে চলে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025