শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

হামাসকে ২ মিনিটেই ধ্বংস করা যায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ‘সহিংস গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের দুই মিনিটেই ধ্বংস করা যায়। তবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে একটি সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) হোয়াইট হাউজে দিওয়ালি উদ্‌যাপনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা এখন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি… সবাইকে একসঙ্গে আনছি। আমি মাত্রই মধ্যপ্রাচ্য থেকে ফোন পেয়েছি— সেখানে আমরা খুব ভালো করছি। অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে, যা একসময় অসম্ভব বলে মনে করা হতো।

 প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা খুব সহিংস গোষ্ঠী। আমরা চাইলে দুই মিনিটেই এটা থামিয়ে দিতে পারি। তবে আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভালো আচরণ করবে, কাউকে হত্যা করবে না।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তারা চুক্তি ভঙ্গ করে, তাহলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে— যে দেশগুলো একসময় একে অপরকে ঘৃণা করতো, তারা এখন একে অপরের বন্ধু। ইতিহাসে এরকম দৃশ্য কেউ দেখেনি।

এর আগে গত ২১ অক্টোবর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হামাস যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে তাদের পরিণতি হবে দ্রুত, কঠোর ও নির্মম।

ট্রাম্প আরও লিখেছিলেন, মধ্যপ্রাচ্যের বহু দেশ, যারা এখন আমাদের দৃঢ় মিত্র, তারা আমাকে জানিয়েছে— যদি হামাস চুক্তি ভঙ্গ করে, তারা আমার আহ্বানে গাজায় প্রবেশ করে শক্তভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত। হাজার বছরে মধ্যপ্রাচ্যে এমন ঐক্য দেখা যায়নি! আমি তাদের বলেছি— এখনই নয়, এখনো আশা আছে যে হামাস সঠিক কাজ করবে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025