বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শনিবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড এবং হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে হামাসের সশস্ত্র শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডস আরও দুই জিম্মির দেহাবশেষ হস্তান্তরের পর এই ঘোষণা দেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর কার্যালয় শনিবার গভীর রাতে জানিয়েছে, রেড ক্রসের একটি দল হামাসের কাছ থেকে দুই জিম্মির দেহাবশেষ পেয়েছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে।
নেতানিয়াহু সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা যুদ্ধবিরতি শেষ করার জন্য অপরিহার্য এবং এর মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা উপত্যকার সামরিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।