বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পটি দেশের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর সংঘটিত হলো।
ক্যাডালেনা বলেছেন, ‘আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থাায়ী ছিলনা। ’
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।
এরআগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।