Editor Panel
- ১৩ অক্টোবর, ২০২৫ / ৪৬ Time View
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ প্রাথমিক তথ্যে নিহত ৫ ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে।
নিহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫), শংকর চন্দ্র মাঝের পাড়া নবীছদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)।
নিহতরা সবাই পেশায় দিন মজুর ও লেবারের কাজ করতো।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলায় মদ পান করে। এতে করে ১১ অক্টোবর পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে, রবিবার রাতে তিনজন ব্যক্তি মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ২ জনের মৃত্যু হয়।
এদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছে।ওসি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, এ ঘটনায এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে।
দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে। প্রশাসনের নজরদারিরএ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।