Editor Panel
- ২৯ সেপ্টেম্বর, ২০২৫ / ৭৫ Time View
গাইবান্ধার সাঘাটায় পুকুরে ডুবে রাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাহাদ ওই এলাকার জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ।
একপর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিশুটির চাচা শরিফুল ইসলাম বলেন, কয়েক মিনিটের ব্যবধানে আমাদের পরিবার অন্ধকারে ডুবে গেল।
হঠাৎ এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।