রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় বিচার চেয়ে এ কর্মসূচির ঘোষণা ডাক দিয়েছেন তারা। নির্বাচনের মাত্র চারদিন আগে এমন কর্মসূচির ফলে শঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।

অন্যদিকে সকাল থেকে শিক্ষার্থীদের তেমন প্রচারণা করতে দেখা যায়নি। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকজন প্রার্থীকে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, ‘আমাদের এ আন্দোলন রাকসুতে কোনো প্রভাব ফেলবে না। রাকসুকে আমরা আমাদের কর্মসূচির বাহিরে রেখেছি। আমাদের দাবি হলো, ছাত্র নামধারী যে কিছুসংখ্যক সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এমনকি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।’

সার্বিক বিষয়ে রাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, ‘আমাদের নির্বাচনী কোনো কার্যক্রম ব্যাহত হয়েছে বলে আমরা মনে করছি না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, তাই আমরা সব পক্ষের সহযোগিতা চাই। উপাচার্য স্যারও আমাদের সব ধরনের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে, আমাদের নির্বাচনী সব কার্যক্রম চলমান।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক-কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে গত কালকের ঘটনার ভিত্তিতে তারা আজকের কর্মসূচি দিয়েছেন। সব জরুরি সেবা তাদের এ আন্দোলনের আওতামুক্ত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024