রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের রাজনীতিতে ‘গেম চেঞ্জার’ হতে পারে জামায়াতের মহিলা বিভাগ সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত: আব্দুল হালিম আল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: হামিদুর রহমান আযাদ শেষ ওভারের নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ এক মাস স্থগিত: নৌ উপদেষ্টা পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে: মান্না ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির

আল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য মাঠে ওলামা-মাশায়েখদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে মহেশখালী-কুতুবদিয়ার ওলামা-মাশায়েখ সমাবেশে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিতে হবে। ছোটোখাটো মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুতুব শরিফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মন্নান।

বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

এছাড়া কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার, জামায়াত নেতা আবু হেনা মোস্তফা কামাল, সরকারি অ্যাডভোকেট মোবারক হোসাইন, এডিশনাল অ্যাডভোকেট ফরিদুল আলমসহ স্থানীয় ওলামা-মাশায়েখরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024