শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
তিনি বলেন, ‘আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনকে শক্তিশালী করছে না, বরং স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তরুণদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে। ’
শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে আয়োজিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগ শিগগিরই সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে।
১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরির এবারের প্রতিপাদ্য ছিল— ‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’ (Let Technology Serve Humanity)।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মিউজিয়াম বাস ঘুরে দেখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাম্বুরির ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মো. মহিউদ্দিন খান, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক