শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ

চলতি মৌসুমে বাজারে সরবরাহ কম থাকায় ভারতে ইলিশ রপ্তানি গত বছরের তুলনায় অনেকটা কম হয়েছে। সরকার অনুমোদিত ১,২০০ মেট্রিক টনের মধ্যে গত দু’দিনে (বুধবার ও বৃহস্পতিবার) ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে বুধবার ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন।

মৎস্য কোয়ারেন্টিনের তথ্য অনুযায়ী, গত বছর প্রথম দু’দিনেই ২৮৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল।

এ বছর সরবরাহ কম থাকায় সর্বোচ্চ ৩-৪ শত টনের বেশি রপ্তানি সম্ভব হবে না বলে ধারণা করছেন রপ্তানিকারকরা।বেনাপোলের সততা ফিশ কোম্পানির স্বত্বাধিকারী রেজা জানান, বাজারে ইলিশের সরবরাহ কম এবং দাম বেশি থাকায় সরকার নির্ধারিত পুরো পরিমাণ রপ্তানি সম্ভব হবে না।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি চালান স্বাস্থ্য পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ শেষে ছাড় দেওয়া হচ্ছে। ফলে অনুমোদিত পরিমাণের তুলনায় কম রপ্তানি হলেও মানসম্পন্ন ইলিশ ভারতে যাচ্ছে।

এর আগে গত বছর বাণিজ্য মন্ত্রণালয় ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টন রপ্তানির অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া দিয়ে সব মিলিয়ে রপ্তানি হয়েছিল প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই গিয়েছিল ৫৩২.৩ মেট্রিক টন।

স্থানীয় রপ্তানিকারক সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুর্গাপূজা ও আসন্ন উৎসব ঘিরে ইলিশের চাহিদা বেশি। সরবরাহ সীমিত হলেও চাহিদা মেটাতে তারা কার্যক্রম সচল রেখেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024