শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

গাজা সিটিকে ইসরায়েলি সেনাদের গোরস্থান বানানোর হুমকি হামাসের

ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটির অভ্যন্তরে আরও অগ্রসর হলে পুরো শহরটি তাদের জন্য গোরস্থানে পরিণত হবে।

এরইমধ্যে স্থল অভিযানে গিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে গাজাকে ক্ষয়িষ্ণু যুদ্ধের ময়দান হিসেবে অ্যাখা দিয়েছে।

হিব্রু ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপরই তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দিদের ভাগ্য নির্ভর করছে। হামাস যোদ্ধারা গাজা সিটির সব এলাকায় ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করতে প্রস্তুত।বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বন্দিরা এখন গাজা সিটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। যতক্ষণ নেতানিয়াহু এই বন্দিদের ‘হত্যার’ জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন, ততক্ষণ আল-কাসাম ব্রিগেড তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে আরও অগ্রসর হয়েছে। বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজা সিটির কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এতে শহরজুড়ে ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩৩ জনের মরদেহ আল-শিফা হাসপাতালে আনা হয়েছে।

একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় চার সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এছাড়াও, অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে একটি ক্রসিংয়ে এক জর্ডানিয় বাসিন্দার গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ট্রাকযোগে আসা ওই ব্যক্তি সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করেছে, গুলিবিদ্ধ হওয়ার পর দুই সৈন্যই মারা যান।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024