Editor Panel
- ১৯ সেপ্টেম্বর, ২০২৫ / ৪ Time View
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় ৫০ কোটি ডলার মূল্যের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে পেন্টাগনের একটি বাজেট নথিতে উঠে এসেছে। প্রকাশিত নথি বলছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের ইসরাইলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় ৫০ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে।
ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে, গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের ১২ দিনে যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে মোট প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
পেন্টাগনের নথিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরাইলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলের ওই ১২ দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, গত ১৩ জুন নাতানজ এবং ইসফাহানসহ ইরানের পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়।
সূত্র: আনাদোলু এজেন্সি, মেহের নিউজ।