শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয় : ডা. জাহিদ নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে : দুদু জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার অবৈধ বলে বিবেচিত হবে: নুরুল ইসলাম বুলবুল সাত বিভাগীয় শহরে আজ বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপির সঙ্গে বৈঠকে সিঙ্গাপুরের কূটনীতিকরা মেহেরপুরে লোকসানের শঙ্কা পাটচাষিদের ৯ দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু খাবারে অনিয়ম, চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দুটি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন

নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে : দুদু

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে। ’

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।দুদু বলেন, ‘বিএনপি মনে করে, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি।

সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়। ’দুদু আরও বলেন, ‘ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024