বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ -নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ বিএনপি সমর্থন করে না ইউরোপের প্রতিনিধিরা পিআরের কথা সহজেই বুঝতে পেরেছেন: তাহের জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন:আলী রিয়াজ জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার রমজানের আগেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে প্রথম দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ধীরে ধীরে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর ও ময়মনসিংহ বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা এই দিন প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর): রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।রবিবার (২১ সেপ্টেম্বর): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২২ সেপ্টেম্বরের পর থেকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৫৩ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024