শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
নিহত তাসনিম আরা নাজ উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।