শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

গাজায় হাসপাতালে দ্বিতীয়বার হামলার ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় ‘ন্যায়বিচার হওয়া দরকার’ বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

নাসের হাসপাতালে হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘ইসরায়েল এই ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত। ’

কিন্তু মঙ্গলবার সকালে জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র ‘এই তদন্তের ফলাফল আসা দরকার’ বলে মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র থামিন আল খেতান বলেন, ‘এই সাংবাদিকরা পুরো বিশ্বের চোখ ও কান এবং অবশ্যই তাদের রক্ষা করা উচিত। ন্যায়বিচার হওয়া দরকার। আমরা এখনো জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা দেখিনি। ’

প্রসঙ্গত, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

প্রথম হামলার পর আহতদের উদ্ধারে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আল-ঘাদ টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, হাসপাতালের সিঁড়িতে অবস্থানরত সাংবাদিক ও জরুরি কর্মীদের ওপর সরাসরি আঘাত হানে দ্বিতীয় বিস্ফোরণ।

নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই-এর ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুআজ আবু তাহা। রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন।

সূত্র : বিবিসি

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024