শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
নাসের হাসপাতালে হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘ইসরায়েল এই ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত। ’
কিন্তু মঙ্গলবার সকালে জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র ‘এই তদন্তের ফলাফল আসা দরকার’ বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই-এর ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুআজ আবু তাহা। রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন।