Editor Panel
- ১১ ফেব্রুয়ারী, ২০২৫ / ৭৬ Time View
পাহাড়ের খাদ থেকে একটি অসুস্থ বাচ্চা হাতি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জ। মঙ্গলবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী গাইন্দা ইউনিয়নের বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল গামারী বাগান এলাকা থেকে বাচ্চা হাতিটি উদ্দার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ বাচ্চা বন্য হাতিটিকে কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
বন বিভাগের রাইখালী রেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার গাইন্দা ইউনিয়নের বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল গামারী বাগান এলাকায় একটি বাচ্চা বন্যহাতি দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে জানালে তারা বন্যহাতিটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতির বাচ্চাকে চিকিৎসার জন্য কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জের সহকারী কর্মকর্তা মো. হাসান বলেন, আমরা একটি ৯ মাসের বাচ্চা হাতি পাহাড়ের খাদ থেকে উদ্ধার করেছি। বাচ্চা হাতিটি মুমূর্ষু অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে পাহাড় থেকে পড়ে আহত হয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ভেতরে কোনো সমস্যা হতে পারে। চিকিৎসা চলছে।
তবে এখনো আশঙ্কামুক্ত হয়নি।
উল্লেখ্য, রাঙামাটি রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নে প্রায় ৭টি হাতি রয়েছে। তার মধ্যে দু’টি বাচ্চা হাতি।