সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
আজ সোমবার সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। একিউআই স্কোর ৩০১ ছাড়ালে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার ১০ এলাকায় বাতাসের একিউআই স্কোর ছাড়িয়ে গেছে ৩০১। এ সময় মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় বাতাসের একিউআই স্কোর বিরাজ করছিল ১১২৭।
তালিকায় দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা (২৯২) ও দিল্লি (২২৫)। তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৫১) ও সেনেগালের ডাকার (২১১)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।