সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

অভ্র’ নির্মাতাদের দলগতভাবে একুশে পদক দেবে সরকার

অভ্র নির্মাণে একা কৃতিত্ব নিতে চাননি মেহেদী হাসান খান। তাই তিনিসহ তার তিন বন্ধুকে দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না।

এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব। কাল তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন।
ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। ’ 

‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট অ্যান্ড টু মুভ ফরওয়ার্ড টুগেদার বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। ’ 

গত ৬ ফেব্রুয়ারি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

 

এ বছর শিল্পকলায় পাঁচজন, ভাষা ও সাহিত্যে দুইজন এবং সাংবাদিকতায় একজন, সাংবাদিকতা ও মানবাধিকারে একজন, শিক্ষায় একজন, সংস্কৃতি ও শিক্ষায় একজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, গবেষণায় একজন, সমাজসেবায় একজন এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়ার সিদান্ত হয়েছে।

শিল্পকলায় পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর-চলচ্চিত্র), ফেরদৌস আরা (সংগীত), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর-সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)। ভাষা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)।

এছাড়া, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতায় ও মাবিাধিকারে মাহমুদুর রহমান, শিক্ষায় ড. নিয়াজ জামান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান (পরে দলগতভাবে চারজনকে), সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) ও গবেষণায় মঈদুল হাসান এ পুরস্কার পাচ্ছেন।

ক্রীড়া বিভাগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করা হয়েছে।

পদকপ্রাপ্তদের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও চার লাখ টাকার চেক দেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা হয়েছিল একুশে পদক। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024