বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা এবং গণতন্ত্রের বিকাশে আবদুর রউফের ছিল অপরিসীম অবদান। এ ছাড়া তিনি জাতীয় শিশুকিশোর ফুলকুঁড়ি আসরের দীর্ঘদিন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বহু ধর্ম ও মতের মানুষদের নিয়ে ইন্টারফেইথ ময়দানেও তিনি যথেষ্ট অবদান রেখেছেন।
শোকবার্তায় আরো বলা হয়, আল্লাহ রাব্বুল আলামীন তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্তকালের দীর্ঘ সফরে আল্লাহ তায়ালা রহমতের ফিরিস্তাদের মরহুমের সঙ্গী বানিয়ে দিন। সর্বোপরি আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক সিইসি ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।