বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
নজরুল ইসলাম বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ ভোটার আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গিয়েছিল। তবে এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে কারণ তারা মারা গিয়েছে। অর্থাৎ নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হচ্ছেন।
এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আপনারা জানেন একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না। তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে। যদি মে ও জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে। তাহলে কারো কোন প্রাসঙ্গিক সমস্যা থাকলে সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা উচিত।