বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শনিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজে নাগরিক কমিটি ও শিক্ষার্থী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি পরিবেশবান্ধব উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় এসেছে সমাজের সকল প্রকার বৈষম্য দূর করতে হবে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় নাগরিক কমিটি এবং শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।