বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পৌনে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, মধ্যরাতের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে।
পরে আজ সকাল সাতটা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। নৌপথে ১৬ ছোট বড় ফেরির মধ্যের প্রয়োজন অনুসারে ১০ থেকে ১২টি ফেরি অপারেশন করা হয় বলে তিনি জানান।