Editor Panel
- ৮ জুলাই, ২০২৫ / ৭ Time View
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ ফিরে পেয়েছে সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে অধিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সিটি করপোরেশনসহ সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার।