বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
নিহত তিনজন হলেন নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার আলীপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) ও একই এলাকার মনোরঞ্জনের ছেলে দেবু (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে নোয়াখালী থেকে সরস্বতীপূজা দেখতে দুটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনী সদরে আসেন।
ঘটনাস্থলে সৌরভ ও দেবু নামে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অন্তর ঘোষের মাসি (খালা) প্রিয়াঙ্কা ঘোষ বলেন, ‘তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।