বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ তরুণের

ফেনী-নোয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ নিহত হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে উত্তর আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার আলীপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) ও একই এলাকার মনোরঞ্জনের ছেলে দেবু (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে নোয়াখালী থেকে সরস্বতীপূজা দেখতে দুটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনী সদরে আসেন।

পূজা দেখা শেষে রাতে নোয়াখালী বাড়িতে ফেরার পথে দাগনভূঞার বেকের বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। 

ঘটনাস্থলে সৌরভ ও দেবু নামে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর ঘোষের মাসি (খালা) প্রিয়াঙ্কা ঘোষ বলেন, ‘তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল।

পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দুর্ঘটনায় তারা মারা যায়। আমার হতভাগা এই বোবা বোনকে দেখবে কে। বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু, কোনোভাবেই মেনে নিতে পারছি না। ’ 

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024